সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

বেনগাজিতে নতুন শাসকের ঘোষণা : লিবিয়া মুক্ত স্বাধীন


লিবিয়া এখন মুক্ত ও স্বাধীন। বেনগাজির গণতন্ত্র স্কোয়ারে উল্লসিত লাখো মানুষের সমাবেশে অন্তর্বর্তী সরকার লিবিয়া মুক্ত হওয়ার এই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। গতকাল লাখো মানুষের সামনে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) নেতা মুস্তাফা আবদুল জলিল এ ঘোষণা দেন। ঘোষণা দেয়ার আগে তিনি সেজদায় গিয়ে আল্লাহ্র প্রতি শোকরিয়াও আদায় করেন। অন্তর্বর্তী সরকারের উপ-প্রধান হয়েছেন আবদেল হাফিজ গোগা। মঞ্চে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে মুস্তাফা আবদুল জলিল বলেন, লিবীয়রা এখন মুক্ত ও স্বাধীন। এ সময় সবাই করতালি দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানান। আগামী বছরের জুন মাসে লিবিয়ায় সাধারণ নির্বাচনের ঘোষণাও দিয়েছে অন্তর্বর্তী সরকার।
আবদেল হাফিজ গোগা বলেন, ইসলামী আইন অনুযায়ী লিবিয়া পরিচালিত হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সহনশীল হওয়ার আহ্বান জানান। তিনি সিরিয়া ও ইয়েমেনের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। লিবিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ জিবরিল বলেন, আগামী বছরের জুন মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গণভোটের মাধ্যমে ইলেকটেড বডি নতুন সংবিধান প্রণয়ন করবে।
তিনি বলেন, নতুন সরকার ইসলামী নীতি অনুসরণ করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন