সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

পচন ধরেছে গাদ্দাফির লাশে


লিবীয় নেতা মুয়াম্মার আল গাদ্দাফির লাশে পচন শুরু হয়েছে এবং তা থেকে গন্ধ বেরুচ্ছে। ফলে গাদ্দাফিকে দেখতে আসা উত্সুক লোকজন মুখে মাস্ক লাগিয়েই তার লাশ দেখতে যাচ্ছেন। এদিকে এনটিসির কিছু কর্মকর্তাও এ পরিস্থিতিতে দ্রুত তার লাশ দাফনের ওপর জোর দিচ্ছেন। গত ২০ অক্টোবর হত্যার পর থেকে তার লাশ মিসরাতা শহরের একটি কাঁচাবাজারের গোশত রাখার হিমঘরে রাখা হয়। লিবীয়রা দেশটির সাবেক এ নেতাকে দেখতে ভিড় জমাচ্ছেন।
এদিকে আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী জিবরিল মাহমুদ তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাইলেও এ পর্যন্ত গাদ্দাফির মৃতদেহের ময়নাতদন্ত হয়নি এবং তা হবে না বলেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকার এনটিসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। কিন্তু এনটিসির আরেক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গতকাল গাদ্দাফির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন