বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

আজ শহীদ বুদ্ধিজীবি দিবস, কারা ঘটিয়েছে এই প্রলঙ্কর ? আজ তারা কোথয় ? কেমন আছে তারা ?


আজ শহীদ বুদ্ধিজীবি দিবস, বাংলাদেশ এর  মাতৃজঠর থেকে বেড় হওয়ার পূর্বক্ষণে দেশের কৃতীমান ৪৭০ জন মানুষ গুপ্তহত্যার স্বীকার হন। ইতিহাস লেখা হয়েছে। নানান মত হাজারও বয়ান হয়েছে কিন্তু আজও আমরা এই কৃতিমানদের হত্যাকারী  কাউকে একটি আচড়ও দিতে পারি নাই।
কারা ঘটিয়েছে এই প্রলঙ্কর ? আজ তারা কোথয় ? কেমন আছে তারা ?
আমার কাছে কিছু প্রশ্ন জেগেছে যার উত্তর অনেক জ্ঞানী মানুষের কাছে পাইনি।
যে সকল বুদ্ধিজীবি শহীদ হয়েছেন তারা বেশীর ভাগ  পাকিস্তান সরকারী চাকুরে  ছিলেন, তারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেননি। তারা সবাই কমিউনিষ্ট বিশেষ করে মাওবাদী কমিউনিষ্ট ছিলেন। রাজনৈতিক মতাদর্শে তারা সরাসরি আওয়মীলীগের বিরুদ্ধেই  ছিলেন।
নিঃসন্দেহে শহীদ বুদ্ধিজীবিগণ দেশপ্রেমিক ছিলেন, তাদের কৃতিত্ব জাতি যতদিন টিকে থাকবে ততদিন স্বরণ করতে হবে। কিন্তু প্রশ্ন এখানেই যে, তারা কিন্তু কেই যুদ্ধরত কিংবা যুদ্ধে অংশ নেয়ার কারণে মারা পড়েননি। মারা পড়েছেন নিজ পেশায় কর্মরত , পাকিস্তানের বেতন, সুযোগ সুবিধা ভোগরত অবস্থায়।
কেন তারা বিপদ জেনেও পাকিস্তানের বেতন নিয়েছেন, দেশ প্রেমিক হয়েও মুক্তিযুদ্ধে অংশ নেননি ?
খোঁজ করতে হবে অর্ন্তনিহিত তথ্যের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন