রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

একটি পরিসংখ্যা

ভারত এবং বাংলাদেশ নিযে গণমাধ্যামে নানান প্রচারণা আছে তার মধ্যে ভারত আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে, ভারত যেখানে পৌছে গেছে সেখানে আমরা পৌছাতে পারিনি। আরোও নানান বিশেষনে ভারতকে উপরে দেখে এসেছি।
কৌশলগত ও আধুনিক পুজিঁবাদের ছত্রছায় গড়ে উঠা ভারত অর্থনৈতিকভাবে আমাদের থেকে অনেক এগিয়ে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু নানান প্রকৃতিক বিপর্যয়, অস্থীর রাজনীতি, টেকসই পরিকল্পনার সংকটে আমরা ভারতের মত এগুতে পারিনি।
কিন্তু আমাদের অগ্রযাত্রা কোন কোন ক্ষেত্রে ভারতে চাইতে অনেক এগিয়ে তার খবর খুব একটা আমাদের সামনে আসেনা। ভারত থেকে আমরা কি কি ক্ষেত্রে এগিয়ে তার একটি হিসাব দেয়া হলো।
  

ভারত বনাম বাংলাদেশ  কোন দেশ এগিয়ে        
     বিষয়                                                   ভারত            বাংলাদেশ
১    মাথাপিছু আয়                                  ১১৭০ ডলার     ৫৯০ ডলার
২    মানুষের গড় আয়ু                             ৬৪.৪ বৎসর     ৬৬.৯ বৎসর
৩    শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম    ৪৩.৫ শতাংশ     ৪১.৩ শতাংশ
৪    শিশু জন্মহার                                     ২.৭ শতাংশ     ২.৩ শতাংশ
৫    স্কুলে পড়ে গড়                                    ৪.৪ শতাংশ     ৪.৮ শতাংশ
৬    অগ্রসরমান নারী                              ৮.৯ শতাংশ     ২৯.৬ শতাংশ
৭    শিশু মৃত্যু হার (হাজারে)                           ৬৬জন     ১৪জন
৮    স্বাক্ষরতা পুরুষ                                ৩৯ শতাংশ     ৪২ শতাংশ
৯    স্বাক্ষরতা নারী                              ৩১.৩ শতাংশ     ৫৯ শতাংশ
১০    শিশুদের টিকা দেয়া হয়েছে                ৬৬শতাংশ     ৯৪ শতাংশ

এই ছকটি নোবেলজয়ী ডঃ অমত্বসেনের দেয়া, এখানে বির্তকের কোন অবকাশ থাকলে ভিন্নকথা, কিন্তু নতজানু রাজনৈতিক আর নীতি আগামী প্রজন্মকে কি রুখতে পারবে ?
আলমগীর আলম
০১৬১১০১০০১১

1 টি মন্তব্য: