শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

মুক্তি আন্দোলনের আলোচনা : ভাসানীর রাজনীতি পুনর্জাগরণের আহ্বান

বর্তমানে দেশের ভূখণ্ডে ভারতীয় করিডোর ও ফারাক্কার মতো আরেক মরণফাঁদ টিপাইমুখ বাঁধসহ দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শের পুনর্জাগরণের বিকল্প নেই। গতকাল ঢাকায় ‘জনসমাজ প্রতিষ্ঠার আন্দোলনে মওলানা ভাসানী’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
‘মুক্তি আন্দোলনে’র উদ্যোগে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক রইসউদ্দিন আরিফের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন ভাসানী রিসার্চ সেন্টারের সমন্বয়ক সৈয়দ ইরফানুল বারী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রিন্সিপাল মোহাম্মদ মাসুদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতারুজ্জামান ও মুক্তি আন্দোলনের সদস্য-সচিব রুহুল আমীন।
বক্তারা বলেন, এদেশের মানুষ মওলানা ভাসানীকে অন্তর দিয়ে ভালোবেসেছেন একথা ঠিক। কিন্তু ভাসানীর চিন্তা, দর্শন ও আদর্শ তারা বোঝেননি। দেশের বামপন্থীদের সবার আগে বোঝা উচিত হলেও তারাই ভাসানীকে বুঝতে ভুল করেছেন সবচেয়ে বেশি। সেই ভুলের মাশুল শুধু বামপন্থীরাই নয়, গোটা জাতিকে দিতে হচ্ছে চল্লিশ বছর ধরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন