সোমবার, ২৪ অক্টোবর, ২০১১

গাদ্দাফির ছেলে মুতাসিমও নিহত!


লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির এক ছেলে মুতাসিমও গতকাল বৃহস্পতিবার বাবার সঙ্গে নিহত হয়েছেন বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার।
গতকাল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা মাহমুদ শাম্মাম দাবি করেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, মুতাসিম তাঁর বাবা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে নিহত হয়েছেন।’
তবে কয়েক দিন ত্রিপোলি রেভল্যুশনারি কাউন্সিল দাবি করেছিল, গত ১৪ অক্টোবর সিরত শহর থেকে পালানোর সময় মুতাসিমকে আটক করা হয়েছে। তখন বলা হয়েছিল, মুতাসিমকে বেনগাজি নেওয়া হয়েছে। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু গতকাল কীভাবে গাদ্দাফির সঙ্গে ছেলে মুতাসিমও নিহত হয়েছেন, এনটিসি কর্মকর্তারা সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি।
লেফটেন্যান্ট কর্নেল মুতাসিম ছিলেন গাদ্দাফির সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। গাদ্দাফির বিরুদ্ধে কথিত অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর তিনি কয়েক বছর মিসরে আশ্রয় নেন। পরে গাদ্দাফি ক্ষমা করে দিলে তিনি দেশে ফিরে আসেন। রয়টার্স ও বিবিসি অনলাইন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন